আটলান্টিক মহাসাগরের তলদেশে একবার নয়, দুইবার ভূমিকম্প আঘাতের সন্ধান পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। চার বছর আগে সেখানকার এক ভূমিকম্প গবেষণা করে দুই বার ভূমিকম্প চিহ্নিত করেন তারা। আর বিরল ভূমিকম্পটির নামকরণ হয়েছে বুমেরাং ভূমিকম্প। ২০১৬ সালের ২৯ আগস্ট আটলান্টিক মহাসাগরের তলদেশে ৭ দশমিক ১ মাত্রার একটি বুমেরাং ভূমিকম্প রেকর্ড করে লন্ডনের সাদাম্পটন ইউনিভার্সিটি ওইম্পেরিয়াল কলেজের বিজ্ঞানীরা। সম্প্রতি গবেষণাটি নেচার জিওসায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।
বুমেরাং হলো এক খণ্ড বাঁকানো কাঠ। এমন কাঠ অস্ত্র বা খেলার জন্য ব্যবহৃত হয়। পৃথিবীর নানা এলাকায় বিভিন্ন আকৃতির বুমেরাং দেখা যায়। তবে ‘প্রত্যাবর্তনক্ষম বুমেরাং’ নামে বেশ পরিচিতি রয়েছে। বুমেরাং সঠিক পদ্ধতিতে নিক্ষেপ করলে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করে নিক্ষেপকারীর কাছে আবার ফিরে আসে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.